মাহমুদউল্লার করা শেষ বলটি নিয়ে ক্রিকেটের আইন কী বলে?

Rajotto
By -
0
খেলার মাঠে বিমর্ষ এক ক্ষুদে ভক্ত


ম্যাচের শেষ বলটি ছিল মোহাম্মদ নাওয়াজের জন্য প্রথম বল। তিনি এই বলটি ড্রপ খাওয়া পর্যন্ত ব্যাটিং করতে তৈরি ছিলেন। কিন্তু তারপর হঠাৎ সরে দাঁড়ালে বলটা স্ট্যাম্পে গিয়ে লাগে। এতে মাঠে সাময়িক অস্থিরতা দেখা দেয়। আম্পায়াররাও নিশ্চিত ছিলেন না কী সিদ্ধান্ত নেবেন।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকিনফোর একজন বিশ্লেষক লিখেছেন, "পোলার্ড এটা নিয়মিতই করতেন। ডেনিস লিলির মতো বোলাররাও আম্পায়ারের পেছন থেকে বল ছেড়েছেন।"

বাংলাদেশের একজন ক্রিকেট প্রতিবেদকের মতে, "নিয়ম অনুযায়ী, বল খেলার আগ পর্যন্ত নানা কারণে ব্যাটসম্যান সরতেই পারেন। সামনে দিয়ে কোনো পোকা বা পাখি গেল, সাইটস্ক্রিনের সামনে বা ওপরে কেউ-কিছু নড়াচড়া করল বা মাঠেই কোনো অস্বস্তি, এরকম নানা কিছু। কিন্তু এখানে এসবের কোনোটিই হয়নি।"

রাজত্ব টিমের মতে,সে যাইহোক বাংলাদেশের সমর্থকদের মাঝে একটি বিতর্ক রয়েই গেল শেষ বলটি নিয়ে।


লেখকঃ রাজত্ব
সূত্রঃ ইন্টারনেট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)