ফ্রী ইন্টারনেট"ফেসবুক ডিসকভার"অ্যাপ ব্যবহারের নিয়ম

Rajotto
By -
0

ফেসবুক ডিসকভার ব্যবহারের নিয়ম খুব সহজ। ফেসবুক ডিসকভার ব্যবহার করা যাবে ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে।


মনে রাখবেন, ফোনে ইন্টারনেট ডাটা না থাকলে ডিসকভার অ্যাপ এর ফ্রি ইন্টারনেট ব্যবহার করে যাবে। প্রতিদিন সর্বোচ্চ ১৫এমবি ইন্টারনেট ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপ ব্যবহার করে। আবার মাসিক সর্বাধিক ১৫০এমবি ডাটা ব্যবহার যাবে ডিসকভার অ্যাপ বা ওয়েবসাইটে। যখন আপনার ফোনের মোবাইল ডাটা ব্যালেন্স ০ থাকবে তখন এটা ট্রাই করতে পারেন।

গ্রামীণফোন মোবাইলের একাউন্টে ডাটা শেষ হওয়ার পর Pay As You Go প্ল্যানের লিমিট হিসেবে ৬.০৮৭৫ টাকায় সর্বোচ্চ ৫ মেগাবাইট পর্যন্ত খরচ হওয়ার পর ডিসকভার মোবাইল অ্যাপ বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিনামূল্যে ডিসকভার সাইট ব্যবহার করতে পারবেন। তবে একাউন্ট ব্যালেন্সে টাকা না থাকলে সাথে সাথেই ফ্রি ডাটা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে শুধুমাত্র গ্রামীণফোন সিমে ডিসকভার অ্যাপের ফ্রি ইন্টারনেট ও ফ্রি ফেসবুক ব্যবহার করা যাবে। তবে আশা করা যায় শীঘ্রই দেশের সকল অপারেটরে আসতে চলেছে এই ফ্রি ইন্টারনেট সুবিধা।

ডিসকভার অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করা যাবে। এছাড়াও ফ্রি ফেসবুক সেবাও চালু করেছে ফেসবুক।


লেখকঃ রাজত্ব

সূত্রঃ ইন্টারনেট।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)