করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কতটা বিপদজনক..

Rajotto
By -
0

একটি অসীম পরিমাণ উদ্বেগ আমাদের মধ্যে নতুন করে দেখা দিয়েছে - আর তা হলো করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টঃ ওমিক্রন
সর্বশেষ ‌এই ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বড় মিউটশন হওয়া ধরন। এর মিউেটশনের তালিকা এত দীর্ঘ যে একজন বিজ্ঞানী একে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন,অন্য এক জন বিজ্ঞানীর মতে তার দেখা অন্য ভ্যারিয়েন্টগুলোর মধ্যে ওমিক্রনই সবচেয়ে মারাত্মক.
এই ভ্যারিয়েন্টটি মাত্রই তার যাত্রা শুরু করেছে, যদিও এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে এর প্রকোপ সবচেয়ে বেশি  তবে ধারণা করা হচ্ছে এটি অন্য জায়ায় ছড়িয়ে পড়বে।

এমুহূর্তে সবার মনে প্রশ্ন: ওমিক্রন ভ্যারিয়েন্ট কত দ্রুত ছড়াতে পারবে, এটি কি ভ্যাকসিনের সুরক্ষাকে ভেদ করতে পারবে? তেমন হলে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যাবে?
এই প্রশ্নগুলোর  জন্য অনেক জল্পনা-কল্পনা হলেও, এর কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না।

লেখকঃ রাজত্ব
সূত্রঃ ইন্টারনেট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)