আপনার অনুমতি ছাড়া ফেসবুক আপনার তথ্য ও ছবি ব্যবহার করতে পারবে এ বিষয়ে যা বললো ফেসবুক...

Rajotto
By -
0

'নতুন ফেসবুক বা মেটার নিয়মানুযায়ী অনুমতি ছাড়া তারা ব্যবহারকারীর তথ্য-ছবি ব্যবহার করতে পারবে'
এরকম একটি পোস্ট গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে,
জনপ্রিয় ফ্যাক্ট-চেকার সাইট পলিটি-ফ্যাক্ট বলছে, এগুলো গুজব ফেসবুক তাদের নীতিতে এ ধরনের কোনো পরিবর্তন আনেনি।

এছাড়া ফেসবুক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ফ্যাক্ট চেক বলছে, ছড়ানো খবরটি মিথ্যা, এমন দাবির কোনো ভিত্তি নেই.

ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়েছে, 'আগামীকাল থেকে নতুন তুেসবুক / মেটা নিয়ম শুরু হবে, যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারব. ভুলে যাবেন না, আজ শেষ দিন! কাই একটা কাজ করে রাখুন। এটিই আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যতে পারে; আপনি যা কিছু পোস্ট করেছেন- এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়ে. এতে কোনো খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন, পরে আফসোস কেস করেস করুন.

'ইউসিসি আইনের অধীনে 1-207, 1-308 ... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি ... আমি ফেসবুক / মেটা কে আমার ছবি বা তথ্য ব্যবহার করতে দেব না এমনকি ভবিষ্যতেও না।

এএফপি ফ্যাক্ট চেক দলের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের নামে ছড়ানো ওই ভুয়া বার্তাটি বিশ্বের অনেক দেশের ফেসবুক ব্যবহারকারীদের বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইথিওপিয়া ও সিঙ্গাপুরে পোস্টটি বেশি দেখা যাচ্ছে.

লেখকঃ রাজত্ব
সূত্রঃ ইন্টারনেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)