নাহিদার আগুন ঝরা বোলিংয়ে জিম্বাবুয়ে পুড়ে ছাই।

Rajotto.bd
By -
0

ছবিঃ ইন্টারনেট 


 আসুন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে একটু অভিবাদন জানাই।

২০২১ সাল যেখানে পুরুষ ক্রিকেটারদের ব্যর্থে ভরা সময় তখন নারী ক্রিকেটাররা জলন্ত আগুন। পরপর তারা অসাধারণ ম্যাচ বাংলাদেশকে উপহার দিচ্ছে। 

 জিম্বাবুয়েতে গিয়ে স্বাগতিকদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে তারা। 


শুধু সেটাই না স্কোরকার্ড যদি দেখেন, ১ম ম্যাচে ৪৮, পরের ম্যাচে ১২১ ও আজকে শেষ ম্যাচে ৭২ রানে গুটিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। 


৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে একটু পরীক্ষা নিরীক্ষাই করলো বাংলাদেশ দল, অভিষেক করানো হল পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণার। ২ উইকেট নিয়ে অভিষেকটা স্মরণীয় করেছেন। 


দেশ ও দেশের বাইরে মিলিয়ে ২ বছর পর ওয়ানডে খেললো সালমা-রুমানা-জাহানারারা। 

এটা কোভিডের জন্য ভাবার কোন কারণ নেই। কারণ ২০১৯ সালেও মাত্র দুটিই ওয়ানডে খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।


লেখকঃ রাজত্ব 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)