কাঁচা বাদামের কাছে হেরে গেল মানিকে মাগে হেতি..!!

Rajotto
By -
0


অনেক আগেই ভাইরাল হয়েছিল শ্রীলংকান গায়িকা ইয়োহানির " মানিকে মাগে হেতি"। বিশ্বের নামীদামি তারকারাও গানটির সঙ্গে গলা মিলিয়েছেন। দেখেছেন মিলিয়ন মিলিয়ন মানুষ। এবার সেই ‘মানিকে মাগে হিতে’-কে টেক্কা দিচ্ছে‘ কাঁচা বাদাম ’. এখন মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক খুলেই শোনা যায় এই গান।


জানা গেছে, যে মানুষটি ‘কাঁচা বাদাম’ গানটি করেছেন তিনি একজন বাদাম বিক্রেতা। তার নাম ভুবন বাদ্যকর। তিনি ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা. তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতেন। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন.

এ বিষয়ে ভুবন বাদ্যকর জানান, আমি প্রতিদিন বিভিন্ন গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতাম।বাদাম বিক্রি করে আমার প্রতিদিন ২০০-২৫০ টাকা উপার্জন হয়. বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছি। বাদাম বিক্রি করতে যাবার সময় একটি গ্রামে এই গান করি। সেই সময় একটি ছেলে সেই গান গান ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেরে দেয়। তারপই সেটা সোসাল মিডিয়ায় ভাইরাল

উল্লেখ্য, নিকট অতীতেই কয়েকটি গান করে ভাইরাল হয়েছেন ভারতের ওই জেলার রতন কাহার, ভারতের রাণাঘাটের রানু মণ্ডল, এবার যুক্ত হলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

লেখকঃ রাজত্ব 
সূত্রঃ ইন্টারনেট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)