আমরা কিভাবে বুঝবো গোপনে আমাদের ফোনকল রেকর্ড করা হচ্ছে কি-না..?

Rajotto
By -
0


বর্তমান সময়ে ফোন কল রেকর্ড ফাঁস একটি মূর্তমান আতঙ্কের নাম,একটা ফোন কল রেকর্ড একটি মানুষের জীবনকে এলোমেলো করে দিতে পারে।

আমি বা আপনি যে-কেউই পরতে পারি এই নতুন বিড়ম্বনার আওতায় তাই আমাদের সকলের জানা উচিত যে গোপনে আমাদের ফোল কল রেকর্ড করা হচ্ছে কিনা।

কিছু সাধারণ বিষয় খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন আপনার ফোনকলটি রেকর্ড করা হচ্ছে কিনা।

আজকের আর্টিকেল এই বিষয় নিয়েই লেখা হবে..

তো আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো থেকে আপনি বুঝতে পারবেন গোপনে আপনার ফোনকল রেকর্ড করা হচ্ছে কিনা

১) ফোনকলের শুরুতে বিপ আওয়াজঃ আপনি ফোন করার পর অপর পাশে রিসিভ করলে যদি আপনার ফনে বিপ বিপ আওয়াজ আসে তাহলে বুঝবেন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে।

২) ফোনকলের শেষে কয়েক বার বিপ বিপ আওয়াজঃ ফোনে কথা বলার শেষ মুহূর্তে যদি কয়েকবার বিপ বিপ আওয়াজ হয় তবে বুঝে নিবেন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে।

৩) নিজের কন্ঠের প্রতিধ্বনিঃ ফোনে কথা বলার সময় যদি আপনি আপনার কন্ঠের প্রতিধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। 

৪) কথা বলার সময় ওপাশের ফোনের কিবোর্ডের আওয়াজঃ অনেক সময় ফোনে কথা বলার মাঝেই ওপাশের ফোনের কিবোর্ডের আওয়াজ শোনা যায় এর মানে সে আপনার সাথে কথা বলার পাশাপাশি আরও কোন কাজ করছে হতে পারে সে আপনার ফোনকলটি রেকর্ড করছে।

৫) লাউডস্পিকার অন রেখে কথা বলাঃ কেউ যদি আপনার সাথে কথা বলতে থাকাকালিন হঠাৎ ফোন লাউডস্পিকার দিয়ে কথা বলতে থাকে তবে বুঝবেন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে।

উপরোক্ত বিষয়গুলো যদি আপনার সাথে হয় তাহলে ফোনটি কেটে দিয়ে কনভারসেশন শেষ করাই উত্তম।


লেখকঃ রাজত্ব। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)