ইন্টারনেট সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পার্ট-২

Rajotto
By -
0

প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?

উত্তরঃ ২০০১ সালে ।

প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory

পার্ট-১ পড়তে এখানে ক্লিক করুন


লেখকঃ রাজত্ব

সূত্রঃ ইন্টারনেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)