সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে ফ্রী পড়াশোনা/করার সুযোগ আবেদন করতে পারবে বাংলাদেশিরাও!

Rajotto
By -
0
ছবি উপসালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহীত

সুইডেনের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় উপসালা বিশ্ববিদ্যালয় ২০২২-২৩শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রাম ভর্তি শুরু হয়েছে, কিং কার্ল গুস্তাফ স্কলারশিপ নামের এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরাও অনলাইনে আবেদন করতে পারবেন.


ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশের শিক্ষকার্থীদের এই বৃত্তি প্রদান করা হয় । এই বৃত্তির  আওতায় টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। তবে আবাসন ও দৈনন্দিন খরচ নিজে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়টির যেকোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে ।  যেসব বিষয়ে স্নাতকোত্তর করা যাবে তা জানতে এই লিংকে ক্লিক করুন

*সু্যোগ-সুবিধা সমূহঃ-

# বৃত্তির আওতায় টিউশন ফি একদম ফ্রি

# যেকোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে

*আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশ, আফগানিস্তান, আজারবাইজান, কঙ্গো, হন্ডুরাস, মালি, ফিলিপাইন, সোমালিয়া, দক্ষিণ কোরিয়া বা ইয়েমেনের নাগরিক হওয়া আবশ্যক.

বৃত্তিটি আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হয় যার জন্য আপনাকে আপনার আর্থিক অসচ্ছলতার বিবরণ দিতে হবে।

মাস্টার্স এ ভর্তির জন্য নিদিষ্ট সময়ের আগেই অনলাইনে আবেদন করতে হবে

আবেদন ফি ও অন্য সব নথিপত্র ভর্তির নির্দিষ্ট সময়ের আগেই আগবই বেমবি়া বিই আগেই ভার্সিটিতে জমা দিতে হবে।

*আবেদনের প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আগামী বছরের 17 জানুয়ারির মধ্যে অনলাইনে এপ্লাই করতে হবে অনলাইনে এপ্লাই করতে এখানে ক্লিক করুন
ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর লাস্ট ডেট ১লা ফেব্রুয়ারি।
 মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের পর আগামী বছরের 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে বৃত্তির জন্য অনলাইনে আবেদনে করতে হবে।

অনলাইনে আবাদনের আগে এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিন


বৃত্তি বিষয়ে যে কোন তথ্যের জন্য এই লিংকে ভিজিট করুন
 
অন্যথায় বৃত্তির বিষয়ে যে কোন তথ্যের জন্য ইমেইল করুন এই ঠিকানায় uitiongrants@uadm.uu.se.

ধন্যবাদ।

লেখকঃ রাজত্ব
সূত্রঃ ইন্টারনেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)