জন্মের পর একটি শিশু প্রথম শ্বাস গ্রহণ করে নাকি শ্বাস ত্যাগ করে..?

Rajotto
By -
0

 


আমার মতো অনেকের মনেই হয়ত এই প্রশ্নটি এসেছে, যে একটি বেবি জন্ম নেওয়ার পর প্রথমে শ্বাস গ্রহণ করে নাকি শ্বাস ত্যাগ করে?

আজকের আর্টিকেলে এই বিষয়টি নিয়েই কথা বলব
তো চলুন শুরু করা যাক,

তো একটি বেবি জন্মের পর প্রথম শ্বাস গ্রহণ করে নাকি ত্যাগ করে এটা জানার জন্য প্রথমে আপনাকে জানতে হবে বেবি মায়ের গর্বে কিভাবে থাকে,

বাচ্ছা যখন মায়ের গর্ভে থাকে তখন তার lungs, amniotic fluid এ ভর্তি থাকে তাই সে নিঃশ্বাস নিতে পারে না।
জন্মানোর প্রায় দশ সেকেন্ড পরে শিশু প্রথমবার শ্বাস নেয়.

এখন হয়ত আপনার মনে প্রশ্ন আসতে পারে যে,

তাহলে জন্মানোর আগে শিশুরা শ্বাস নেয় কিভাবে..?

তার উত্তর হলো, জন্মের আগে শিশুর হয়ে তার মা নিশ্বাস নেয় এবং ত্যাগ করে,

মায়ের শরীরের Oxygenated blood এবং শিশুর শরীরের umbilical chord এবং placenta 'র মাধ্যমে Transfer হয় আর এভাবেই শিশুর শরীরের carbon dioxide মায়ের শরীর দিয়ে বেরিয়ে যায়।

লেখকঃ রাজত্ব
সূত্রঃ ইন্টারনেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)