জরিয়ে ধরলে নারীর হৃদরোগ ও উচ্চরক্তচাপের ঝুঁকি কমে!!!

Rajotto
By -
0

নারীর সুস্থতার জন্য আলিঙ্গন বা জরিয়ে ধরা অত্যান্ত জরুরী বলে বলেছে এক গবেষণা,
তাদের মতে একজন নারীকে সুস্থ থাকার জন্য দিনে অন্তত একবার জরিয়ে ধরা উচিত আলিঙ্গন করা নারী ও পুরুষ উভয়ের জন্যই উপকারী তবে সেটা নারীর জন্য বেশি পরিমাণ উপকারী।

গবেষণায় দেখা গেছে যে,
নারীরা যদি আলিঙ্গন বা জারিয়ে ধরে তবে তাদের হৃদরোগ ও উচ্চরক্তচাপের ঝুঁকি অনেকটাই কম থাকে এর কারন হিসাবে গবেষকরা বলেছেন একজন নারী যখন জরিয়ে ধরে বা আলিঙ্গন করে তখন শরীর থেকে আস্ট্রোসেম নামক এক ধরনের হরমন নিঃসৃত হয় যা হৃদরোগ ও উচ্চরক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে।

গবেষণাটি করেছে নর্থ ক্যারোলাইনার একদল গবেষক।

তাই বলি যদি নিজে সুস্থ থাকতে চান এবং প্রেমিক বা স্বামীকে সুস্থ রাখতে চান তবে বেশি বেশি জরিয়ে ধরুন!🤣

লেখকঃ রাজত্ব
সূত্রঃ ইন্টারনেট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)