Successful বিজনেসম্যান হতে হলে যে অভ্যাস গুলো পরিত্যাগ করা উচিত..

Rajotto
By -
0

 


বর্তমান সময়ে আমাদের মত তরুণ বা তরুণীরা অনেকেই নিজে উদ্যোক্তা হতে চায় এবং তারা চায় একজন সফল ব্যবসায়ী হতে আর একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনার ভিতর কিছু গুন থাকতে হবে তেমনি কিছু দোষও ত্যাগ করতে হবে।

আজকে আমি আলোচনা করব এজন সফল ব্যবসায়ী হতে হলে নিজের ভিতর থাকা কি কি দোষকে ত্যাগ করতে হবে যদি আপনার ভিতরে এই দোষগুলো থাকে তাহলে আপনি আপনার ব্যবসাতে সফল হতে পারবেন না!

তাই এই দোষগুলো ত্যাগ করা অত্যান্ত জরুরী তো আর দেরি না করে আসুন জেনে নেই একজন সফল ব্যবসায়ী হতে হলে কি কি দোষগুলো পরিত্যাগ করা প্রয়োজন...

১) শুধু স্বপ্নবাজ হওয়াঃ একজন সফল উদ্যোগক্তার প্রধান গুনই হলো স্বপ্নবাজ হওয়া কিন্তু কিছু মানুষ আছে যারা শুধুই স্বপ্নবাজ স্বপ্ন দেখতেই তারা ভালোবাসে কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য যে কাজগুলো করা দরকার তা তারা করে না সুতরাং আপনি যদি শুধু স্বপ্নবাজ হয়ে থাকেন তাহলে আজই এই দোষ টি পরিত্যাগ করুন।

২) সময় জ্ঞান কম থাকাঃ কিছু লোক আছে যারা সময় সম্পর্কে কোন জ্ঞান রাখে না আপনিও যদি তাদের কাতারে পরে থাকেন তাহলে এখনই সরে আসুন কারন আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তবে আপনার ভিতরে সময় জ্ঞান থাকতে হবে তাই এই দোষটি পরিত্যাগ করুন।

৩) দক্ষতা অর্জনে অনিহাঃ আপনার ভিতরে যদি কোন দক্ষতা বা নতুন কোন কাজ করতে অনিহা থাকে তবে আপনি ব্যবসা কেন কোন কিছুতেই সফল হতে পারবেন না। সুতরাং এই দোষটি যদি আপনার ভিতরে থাকে তবে তা ত্যাগ করুন।

৪) ব্যর্থ হওয়ার অযৌক্তিক ভয়ঃ সফলতা পেতে হলে বর্থতাকে সাদরে গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করতে হবে ব্যর্থতা ছারা কখনো সফলতা আসে না তাই ব্যর্থ হওয়ার অযৌক্তিক ভয় যদি আপনার মধ্যে থেকে থাকে তবে তা এখনই পরিত্যাগ করুন।

৫) বাস্তবতাকে মেনে না নেওয়ার ইচ্ছাঃ আমাদের ভিতর অনকেই আছে যারা বাস্তবতাকে সহজে মেনে নেয় না এবং তারা ভাবে এটা এমন না হলেই ভালো হতো কিন্তু যা হয়েছে অর্থাৎ বাস্তবতা তোমাকে যা দিয়েছে সেটা তোমাকে মানতেই হবে এর সাথে মন মানিল্য না করে মেনে নেওয়াই বুদ্ধি মানের কাজ। তাই আপনার ভিতরে যদি বাস্তবতাকে মেনে না নেওয়ার ইচ্ছে থাকে তবে তা এখনই ত্যাগ করুন।

৬) আন ফোকাস পারসোনালিটিঃ আমরা অনকেই আছি যারা নিজেকে ফোকাস করতে দ্বিধায় থাকি লোকে কি বলবে এটা ভেবেই বেলা শেষ করি আপনার ভিতরে যদি এমনটা থেকে থাকে তাহলে এখনই সেটা পরিত্যাগ করুন কারন একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনার ভিতরে এই দোষটি রাখা যাবে না।

৭) অজুহাত তৈরি করাঃ অজুহাতকে বলা হয় সফলতার অন্তরায় আপনি যদি সফল হতে চান তবে আপনাকে অজুহাত তৈরি করা বন্ধ করতে হবে আপনার ভিতর যদি অজুহাত তৈরি করার দোষটি থেকে থাকে তবে তা পরিত্যাগ করুন যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান।

৮) সিদ্ধান্ত গ্রহণে দোটানায় পরাঃ একজন সফল ব্যবসায়ীকে সবসময়ই সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হয় তাই সে যদি সিদ্ধান্ত নিতে দোটানায় থাকে তবে সে কখনোই সফল হতে পারবে না তাই আপনার ভিতরে যদি এই দোষটি থেকে থাকে তবে তা পরিত্যাগ করুন তবেই আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন।


উপরোক্ত দোষগুলো নিজের ভিতরে না রেখে যদি আপনি আপনার কাজে লেগে থাকেন তবে আপনি একদিন না একদিন অবশ্যই সফল হবেন সেটা আপনার ব্যবসাতে হোক বা আপনার পারসোনাল লাইফে।


এত বড় আর্টিকেলটি এত মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।


লেখকঃ রাজত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)