LinkedIn একাউন্টের মাধ্যমে যেভাবে আপনি চাকরি পাবেন/How to get a job with a LinkedIn account!

Rajotto
By -
0
ফাইল ছবি

বর্তমান সময়ে LinkedIn সাইটটিকে পৃথিবীর সবচেয়ে বড় প্রোফেশনাল ওয়েবসাইট বলা হয়,যেখানে দুইশটিরও বেশি দেশের বিভিন্ন অঞ্চলের ৮০০ মিলিয়ন সদস্য আছে। 

এই ওয়েবসাইটির ভিশনই হচ্ছে "বৈশ্বিক কর্মশক্তির প্রতিটি সদস্যের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা"

এই সাইটটি তাদের মিশন হিসাবে বলেছে "বিশ্বের পেশাদারদের আরও বেশি উৎপাদনশীল এবং সফল করতে তাদের একসাথে যুক্ত করা"

এমন একটা প্রোফেশনাল ওয়েবসাইটে যদি আপনার একটি একাউন্ট থাকে তবে আপনি ক্যারিয়ার দৌরে অনেক এগিয়ে থাকতে পারবেন এবং যদি আপনি সাইটটিতে কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তবে আপনি আপনার পছন্দ মতে চাকরি এবং কাজ করতে পারবেন।

আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন নিয়ম গুলো মেনে চললে আপনি আপনার চাকরি পেতে পারেন Linkedin একাউন্টের মাধ্যমে।

তো আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেই কি কি নিয়মগুলো ফলো করা উচিত Linkedin একাউন্টের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য..

১) প্রোফাইল আপডেটেড রাখা: প্রথমেই যে বিষয়টি করতে হবে তাহলো নিজের প্রোফাইলটাকে আপডেট করে রাখা জেন যারা আপনার সম্পর্কে জানতে চায় তারা যেন সঠিক এবং সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানতে পারে।

২) দক্ষতা ও উদ্দেশ্য প্রদর্শন করা: আপনার প্রোফাইলে আপনার দক্ষতা এবং উদ্দেশ্য কি সেটা স্পষ্ট রাখা যেটা আপনার সম্পর্কে একটি পরিষ্কার ধারনা দিবে।

৩) সাম্প্রতিক অভিজ্ঞতা হাইলাইট করুন: আপনি সাম্প্রতিক কি কি বিষয়ে কি রকম অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো হাইলাইট করুন।

৪) হেডলাইন আপডেট করুন: কোন একজন ব্যাক্তি যখন আপনাকে প্রথম LinkedIn এ দেখবে সে আপনার প্রোফাইলের হেডলাইন টা দেখবে তাই হেডলাইন টা আপডেট করুন।

৫) আপনার উপস্থিতির জানান দিন: আপনি যে এখানে কিছু করতে এসেছেন এটা আপনার প্রোফাইলে জানান দিন অর্থাৎ আপনি কি করতে চান তার একটি সাম্মক ধরনা আপনার প্রোফাইলে রখুন।

৬) প্রথমে নেটওয়ার্ক তৈরি করুন: নেটওয়ার্কিংকে বলা হয় সফল হওয়ার আয়না আপনি কেমন সফল হবেন তা অনেকটাই নির্ভর করে আপনার নেটওয়ার্কিং এর উপর আপনি যত আপনার আশেপাশে নিজের একটি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন তত তারাতারি আপনি যে কোন বিষয় দ্রুত সমাধান করতে পারবেন তাই নেটওয়ার্কিং অন্তত জরুরী। তাই আপনি আপনার পরিচিত এবং আপনার জব বা কাজের সাথে যারা জরিত তাদের সাথে কানেকশন তৈরি করুন।

৭) পছন্দের কোম্পানিগুলোকে ফলো করুন: আপনি যে কোম্পানিতে জব পেতে আগ্রহী সেসব কোম্পানিগুলোকে ফলো করুন।

৮) এডভান্সড সার্চ ব্যবহার করুন: কোন বিষয় সার্চ করার জন্য আপনি Linkedin এর এডভান্স সার্চ ফিল্টার ব্যবহার করুন এতে আপনি আপনার একদম সঠিক বিষয়টি খুঁজে পাবেন সল্প সময়ে।

৯) নিজের কাজ শেয়ার করুন: আপনি আপনার কাজগুলো LinkedIn এ শেয়ার করুন এতে আপনার সম্পর্কে সবচেয়ে ভালো ধরনা তৈরি হবে সবার কাছে।

১০) পছন্দের কোম্পানির কর্মীদের নিয়ে রিসার্চ করুন: আপনি যে কোম্পানি গুলোতে কাজ করতে চান সেসব চান সেই কোম্পানিগুলোর কর্মীদের নিয়ে রিসার্চ করুন।

১১) বিজনেস আওয়ারের বাইরে নেটওয়ার্কিং করুন: LinkedIn যেহেতু একটি প্রোফেশনাল সাইট এখানে যারা আছে তাদের বেশিরভাগ মানুষই কোন না কোন ভাবে তাদের প্রোফেশনের সাথে জরিত,তাই ওয়েবসাইটে আপনি আপনার এক্টিভিটি বিজনেস আওয়ারের পরে শুরু করুন।


উপরোক্ত বিষয়গুলো সঠিক ভাবে মেনে LinkedIn একটি ভালো মানের কানেকশন তৈরি করতে পারলে LinkedIn থেকে নিজের পছন্দের জব পাওয়া সম্ভবত। 


সকলকে ধন্যবাদ।


লেখকঃ রাজত্ব। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)